আল্লামা নঈমী স্মরণে শেরে মিল্লাত কনফারেন্স আজ

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর হামজার বাগ সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে শায়খুল হাদিস মুফতি আল্লামা ওবায়দুল হক নঈমীর ৩য় ওফাত বার্ষিকী স্মরণে ‘শেরে মিল্লাত কনফারেন্স’ আজ বিকালে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ বুদ্ধিজীবী, সাংবাদিক উপস্থিত থাকবেন। এ উপলক্ষে আল্লামা শেরে মিল্লাত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী খতমে কোরআন, খতমে বুখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ও খতমে গাউছিয়া শরীফ এবং আল্লামা নাঈমীর মাজারে পুষ্পস্তবক অর্পণসহ জিয়ারত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদরবারে জিলানিতে মিলাদ মাহফিল