আন্জুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত ৩১ তম সালানা ওরস মোবারক মাহফিলে বক্তারা বলেছেন, উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) মুসলমানদের কোরআন–সুন্নাহর আলোকে শরীয়ত ও তরিকতের সমন্বয়ে জীবন গঠনের পথ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি ছিলেন রাসূল আদর্শের বাস্তব প্রতিচ্ছবি–মুসলিম মিল্লাতের উজ্জ্বল আলোকবর্তিকা, দ্বীন ইসলামের অনন্য সংস্কারক ব্যক্তিত্ব। বিশ্ব মুসলিমের ক্রান্তিকালে বহুমুখী ফিত্নার এ সময়ে হযরত তৈয়্যব শাহ (রহ.)’র পথ নির্দেশনা মুসলমানদের ঈমান আকিদা রক্ষায় নিয়ামকের ভূমিকা পালন করবে। কুতুবুল আউলিয়া হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (র.)’র প্রতিষ্ঠিত এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আদলে রাজধানী ঢাকায় কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসা, চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদীয়া ফাজিল মাদরাসা, মাদ্রাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসাসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খানকাহ্ প্রতিষ্ঠা, জস্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী প্রবর্তনসহ অসংখ্য সংস্কারমূলক কর্মসূচি দিশেহারা মানবতাকে খোদাভীরু ও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করে ইনসানে কামিলে পরিণত করেছে। বিশেষত, তাঁর প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি আজ দেশে বিদেশে দিকভ্রান্ত তরুণ–যুবকদের ইসলামের সঠিক পথ ও মতে ঐক্যবদ্ধ করছে। গাউসিয়া কমিটির নিবেদিত কর্মীগণ আর্ত–মানবতার সেবায় আত্মনিয়োগের মাধ্যমে জাতির চরম দুঃসময়ে একনিষ্ঠ সেবকের ভূমিকা পালন করে যাচ্ছে। তাঁরই প্রতিষ্ঠিত মাসিক ধর্মীয় পত্রিকা তরজুমান–এ আহ্লে সুন্নাত, ক্বোরআন–সুন্নাহ্র সঠিক মতাদর্শ প্রচার প্রসারের মাধ্যমে মুসলমানদের ঈমান–আক্বিদা ও আমলের পরিশুদ্ধি সাধনে দিশারী হিসেবে কাজ করছে।
গতকাল মঙ্গলবার আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, আন্জুমান ট্রাস্টের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম, আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার।
উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের মহাসচিব শাহজাদ ইবনে দিদার, আনজুমান ট্রাস্টের সদস্য কামাল উদ্দীন কমিশনার, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ আবদুল হামিদ, তসকির আহমদ, কামরুদ্দিন সবুর, মুহাম্মদ হাসানুর রশিদ রিপন, আশেক রসুল খান বাবু, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মহানগর গাউসিয়া কমিটির সহ সভাপতি আর ইউ চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার।
তকরির পেশ করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলীম রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আযহারী, উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী, হালিশহর মাদরাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, আল–আমিন বারিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, কলামিস্ট মাসুম চৌধুরী।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি প্রভাষক মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমানের সঞ্চালনায় আখেরী মুনাজাত করেন শায়খুল হাদিস হযরতুল আল্লামা হাফেজ সোলায়মান আনসারী মুদ্দাজিল্লুহুল আলী। সালানা ওরস মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলমগীর খানকাহ শরীফে সকাল ১০টা হতে খতমে কোরআন মজিদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল, খতমে গাউসিয়া শরীফ, বাদ মাগরিব হতে হুজুর কেবলার জীবনী আলোচনা শেষে সালাত–সালাম ও আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।