আল্লামা তৈয়্যব শাহ ছিলেন মহান দ্বীনি সংস্কারক

গাউসিয়া কমিটি পাহাড়তলী থানার মাহফিলে বক্তারা

| সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানার উদ্যোগে হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) সালানা মাহফিল গত ৫ জুলাই হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আইয়ুব, সহসভাপতি মুহাম্মদ আবদুল খালেক, সহসাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইউসুফ আলী, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাহাবউদ্দিন, সহদাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক কাজী রবিউল হোসেন রানা, প্রচার সম্পাদক মুহাম্মদ মাসুদ মিয়া, সহদপ্তর সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদীন, সমাজসেবা সম্পাদক হামিদুল ইসলাম হাসিব, সদস্য মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ ইলিয়াছ খোকন, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ জাহিদুল ইসলাম জিকু, মনির হোসেন মনু, মুহাম্মদ আলী, নাছির উদ্দিন ফকির প্রমুখ।

বক্তারা বলেন, গাউসে জামান আল্লামা তৈয়্যব শাহ ছিলেন এক মহান দ্বীনি সংস্কারক ব্যক্তিত্ব। সুফীবাদের শুদ্ধ চর্চা নিশ্চিত করতে তিনি ঐতিহ্যবাহী কাদেররিয়া ত্বরিকার সাথে আক্বিদার মৌলিকত্ব রক্ষায় আ’লা হযরতের চিন্তাধারার সুসামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধন করে গেছেন। কোরআনসুন্নাহর আলোকে শরিয়তত্বরিকতের সমন্বয়ে তাসাউফ চর্চা করার ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। তিনি মুসলমানদের কোরআনসুন্নাহর আলোকে শরিয়ত ও ত্বরিকতের সমন্বয়ে জীবন গঠনের পথ নির্দেশনা দিয়ে গেছেন। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া, মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে রিসার্চ, ডেভেলপমেন্ট এ্যান্ড ট্রেনিং বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির সভা
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে লোহাগাড়ায় সচেতনতামূলক র‌্যালি