আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) সুন্নিয়ত প্রতিষ্ঠায় কাজ করে গেছেন

আলোচনা সভায় সাবেক মেয়র মনজুর আলম

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

চসিক সাবেক মেয়র আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বাদে মাগরিব হযরত তৈয়্যব শাহ (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা গাজী শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.) এর ৫৮তম বার্ষিক ওরশ ও আলোচনা সভা। সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, শেরে বাংলা জীবনপণ লড়াই করে শ্রম, ঘাম ও রক্ত ঝরিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। এই মহান মানবের জীবনচরিত সকল ধর্মপ্রাণ মুসলিমদের অনুসরণের আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান মেহমান ছিলেন প্রভাষক হযরত মাওলানা ছৈয়দ ইউনুস রজভী। আলোচনা করেন সমাজসেবক নেসার আহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, হাফেজ আবদুল মান্নান, মাওলানা মোহাম্মদ রাশেদ, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা আবদুল শুক্কুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার
পরবর্তী নিবন্ধখোয়াবের অশেষ বিভ্রম