আল্লামা ইকবাল একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

হাজী আমিরসোলায়মান ফাউন্ডেশন পরিচালিত আনোয়ারা বটতলিস্থ আল্লামা ইকবাল একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার শাহ মোহছেন আউলিয়া (রহ.) ইয়াকুবিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সরোয়ার আলম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পিবিআই সহকারী পুলিশ সুপার মফজল আহমদ খান। উদ্বোধক ছিলেন ৪নং বটতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু। প্রধান বক্তা ছিলেন মাওলানা জানে আলম নেজামী। স্বাগত বক্তব্য দেন হাজী আমিরসোলায়মান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার নুরই জাবাল হক ইমন। মাস্টার মুহাম্মদ মুরাদুল ইসলাম ও মাস্টার এস এম বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মাস্টার নুরুল আলম, হাফেজ মাওলানা আবু বকর নুরী, মাস্টার আবুল বশর, অধ্যাপক আজগর আলী, মাস্টার জাহাঙ্গীর আলম, আ ক ম ফারুক, এস এম ইয়াহিয়া করিম টিপু, মাওলানা আবদুল কাদের, হাফেজ মাওলানা আবদুল মালেক, কামরুল হক হোসাইনী, আইয়ুব আলী, বখতিয়ার উদ্দিন, নাজিম উদ্দিন, মনির উদ্দিন, মাহবুব আলম, মো. ইকবাল, শিক্ষিকা শাহিন আকতার, শিক্ষিকা ফাতেমা বেগম, রওশন আকতার প্রমুখ। পরে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং অপসংস্কৃতি নির্মূলে খেলার মাঠ গড়া হচ্ছে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে খড়ের দাম নিয়ে হতাশ কৃষক