বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বুধবার আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মুফতি আলাউদ্দীন জিহাদীর মত একজন আলেমেদ্বীনকে গ্রেপ্তার কোনক্রমেই মেনে নিতে পারছে না দেশের তাবৎ সুন্নী জনতা। কোনভাবেই থামছে না সুন্নী জনসাধারণের হৃদয়ের রক্তক্ষরণ। ফলে সুন্নী ঘরানায় বিরাজ করছে চরম অসন্তোষ। সমাবেশে বক্তারা অবিলম্বে আলাউদ্দীন জিহাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা নাজমুল হক আখন্দ, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ আল্লামা ক্বারী আবু তৈয়ব, এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, স ম হামেদ হোসাইন।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগিপাহাড় মোড়ে এসে শেষ হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা এনামুল হক সিকদার, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, এইচ এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা সালেহ আহমদ আনসারী, রিফাতুল আলম হাফেজনগরী, মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা শহিদুল ইসলাম চৌধুরী, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা সৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন, গাজী মোজাম্মেল হক আলকাদেরী, শামসুদ্দিন হাবিবী প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বায়েজীদ থানা
এদিকে মুফতি আলাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম অক্সিজেন চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ বায়েজীদ থানা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বায়েজীদ থানা শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিতে উদ্বোধনী বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ। প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুন নবী আলকাদেরী। মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী এবং মুহাম্মদ সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাসির উদ্দিন মাহমুদ।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ বদিউল আলম রেজভী, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী, শাহজাদা কাযী আল্লামা আবুল এরফান হাশেমী, শাহজাদা আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, এ্যাডভোকেট মুক্তার আহমদ ছিদ্দিকী, মুহাম্মদ আব্দুল হামিদ সর্দার, মুহাম্মদ শফিউল আলম, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মাহাবুল আলম নূরে বাংলা, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা লিয়াকত আলী নোমানী, মাওলানা সৈয়দ হাসান আযহারী, মাওলানা মুহাম্মদ এনাম রেজা, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ওমর ফারুক নঈমী, আবদুল আজিজ রজভী, মাহদী গালেব, মাওলানা সৈয়্যদুল বারী, মাওলানা সৈয়্যদুল হক, শাহজাদা আবুল হাসান মুহাম্মদ হাসসান নূরী, মাওলানা সৈয়দ আহমদ রেজা, খন্দকার মুহাম্মদ এরশাদুল আলম হীরা, খন্দকার মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ আলী, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ রেজাউল করিম বশির, মুহাম্মদ শাহ্জাহান, এইচ এম শহিদুল্লাহ, মুহাম্মদ ফরিদুল আলম, এস এম বয়ান উদ্দিন, আবু গালেব মুহাম্মদ রায়হান নূরী, আবু ছালেহ মুহাম্মদ সফওয়ান, মুহাম্মদ ওসমান গনি, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ বাহাউদ্দিন, মুহাম্মদ মারুফ রেযা, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ খোরশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।