আল্লামা আবুল হাশেম (রহ.) ছিলেন সুন্নীয়তের অন্যতম পথিকৃৎ

স্মরণসভায় অধ্যক্ষ জুবাইর

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোচেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আল্লামা আবুল হাশেম (.) ছিলেন সুন্নী অঙ্গনের একজন তারকা ব্যক্তিত্ব। যিনি একজন অধিকতর ধর্মপরায়ণ, নিষ্ঠাবান ও সজ্জন ব্যক্তি হিসেবে সমধিক পরিচিত। অধ্যক্ষ আল্লামা আবুল হাশেম (রহ.) ছিলেন সুন্নীয়তের অন্যতম পথিকৃৎ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর শাহ আমানত সেতু এলাকাস্থ রেস্টুরেন্ট নবাবীয়ানা মিলনায়তনে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক আনোয়ারী। প্রধান বক্তা ছিলেন, শাহজাদা আল্লামা রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন আল্লামা কাজী জসিম উদ্দীন, রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন। স্বাগত বক্তব্য দেন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আনোয়ারুল আজিম, উপাধ্যক্ষ জাকের আহমদ সিদ্দিকী, আশেকুর রহমান, সেলিম উদ্দীন আনোয়ারী, মোরশেদুল আলম কাদেরী, স ম শওকত আজিজ, মাওলানা আবদুল মালেক আশরাফী, মাওলানা আবু তাহের ফয়জজী, মাওলানা লুতফুর করিম ফয়েজী, মাওলানা খ ম মোজাম্মেল হক, পীরজাদা এরশাদুল্লাহ রজায়ী, কফিল উদ্দীন রানা, এস এম আবু ছাদেক ছিটু, মাওলানা গাজী মোজাম্মেল হক, মাওলানা এয়াসিন, আসাদ উদ্দীন রিয়াদ শাহ, মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা কাজী জাকের আনসারী, কাজী জিয়াউর রহমান, মাস্টার আয়ুব, মাওলানা একরামুল হক, মাওলানা মফিজুল ইসলাম প্রমখ। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে শোকসভা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ১০ পরিবারকে হাঁসের খামার করতে সহায়তা দিল ৪১ বিজিবি