আঞ্জুমানে কাদেরীয়া চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে আজ ও কাল হাটহাজারী ছিপাতলী গাউসিয়া আজিজিয়া দরবার শরীফে আল্লামা আজিজুল হক আল-কাদেরীর (রহ.) ২ দিনব্যাপী ২য় বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।
ওরশে সকল ধর্মপ্রাণ মুসলিমকে উপস্থিত হওয়ার জন্য বড় শাহাজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ্ মোহাম্মদ মহিউদ্দিন ও শাহজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফছিহ্ মোহাম্মদ আলাউদ্দিন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।