আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.) ছিলেন সুন্নিয়তের অনন্য প্রাণ

ওরশ মাহফিলে বক্তারা

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

আল্লামা শাহসুফি অধ্যক্ষ আবুল ফছিহ মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরীর সার্বিক তত্ত্ববধানে আল্লামা শাহসূফি মুহাম্মদ আজিজুল হক আলকাদেরীর (রহ.) ৭ম তম পবিত্র বার্ষিক ওরশে কাদেরী গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে মেহমানে আলা ছিলেন পাকিস্তান হতে আগত শাহসূফী আল্লামা সৈয়দ আরশাদ সাঈদ আলকাজেমী শাহ। এতে সভাপতিত্ব করেন, আল্লামা প্রফেসর ড. আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী।

বিশেষ মেহমান ছিলেন ভারত হতে আগত পীর নবীল আকতার নক্সবন্দী, তকরীর পেশ করেন ড. এরশাদ আহমদ আলবুখারী, ইমাম শেরে বাংলার (রহ.) বড় শাহজাদা শাহসূফি ছৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী, ছৈয়দ মুহাম্মদ বদরুল হক আল কাদেরী, আল্লামা মুফতি কাযী শাহেদুর রহমান হাশেমী, উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আল কাদেরী, মুফতি ইব্রাহীম আল কাদেরী, মাওলানা জিয়াউল হক, মাওলানা শহীদুল হক হোসাইনী, মাওলানা এনাম রেজা, মাওলানা ইদ্রিস আনসারী, মাওলানা গোলাম মোস্তফা নুরুন্নবী, মাওলানা ইউসুফ বদরী, ওয়াসিম আকরাম, মুখতার হোসেন, নুরুল আহসান লাভু চেয়ারম্যান, শাহজাহান চৌধুরী, মাওলানা আবুল হাশেম, ওসমান, মাহাবু, মনজু, নুরুদ্দিন, তুষার, রাসেল, হারুন, রাহাত সহ অসংখ্য আলেম, ওলামা, পীর মাশায়েখ। আল্লামা সৈয়দ আরশাদ সাঈদ আলকাজেমী শাহ্‌ বলেন, গাউছে জামান, আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.) ছিলেন সুন্নিয়তের অনন্য প্রাণ। যিনি দ্বীন ইসলামের খেদমত করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১নং সাইট নতুন জামে মসজিদে পবিত্র শবে মেরাজ পালিত
পরবর্তী নিবন্ধকাতারে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভা