আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গাউসে জমান আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.) স্মরণে মাসিক মাহফিল গতকাল নগরীর আন্দরকিল্লাস্থ খানকায়ে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়া শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দরবারে আলিয়া কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া শরিফের সাজ্জাদানশীন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। তিনি বলেন, বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব এবং যুগনন্দিত কলম সম্রাট ছিলেন গাউসে জমান আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ)। তাঁর গবেষণাধর্মী তাত্ত্বিক লেখনী এবং শতাধিক মৌলিক ঈমান আকিদা ও আমল বিষয়ক গ্রন্থগুলো পাঠে মুসলিম উম্মাহ পাচ্ছে চলার পথে সঠিক পথনির্দেশনা। দ্বীনি শিক্ষা বিস্তারে এবং সুন্নিয়তের প্রাতিষ্ঠানিক ভিত্তি নির্মাণে তিনি আছেন পথিকৃতের ভূমিকায়। মাহফিলে আল্লামা কাদেরী (রহ.) এর জীবন কর্ম দর্শনের ওপর আলোচনায় অংশ নেন মাওলানা নঈম উদ্দিন খান মামুন, মাওলানা সৈয়দ শরিফুদ্দিন আনসারী, মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী, মাওলানা কাজী শফিউল আজম, মাওলানা বেলাল উদ্দিন নোমানী, মাওলানা জয়নুল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মৌলভি মাহবুবুল আলম, মাওলানা খাজা আহমদ তালুকদার, মাওলানা আরিফুর রহমান, মাওলানা জমির উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা নূর মোহাম্মদ, শাহজাদা মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ আবদুল হালিম, আবু তৈয়ব মুহাম্মদ কামাল, মামুনুল হক তানিম, রাশেদুল ইসলাম। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি এবং ফিলিস্তিনিসহ বিশ্বের মজলুম মানবতার পরিত্রাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।