আলো-ছায়ার খেলা

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

অদূরে দালানগুলোর চূড়ায় রোদেলা রূপালী দুপুর, এদিকটা ছায়াময় মেঘলা উদাসী হাওয়ায় দোলা দিয়ে যায় স্মৃতিময় সুদূর। শরত মেঘের ভেলায় ভেসে যাই সুদূর অতীতের আলো-ছায়া খেলায়! পাহাড়ী নিসর্গে আলো-ছায়ার খেলা চলে শরতের মধ্যবেলায়। সেই আলো-ছায়া খেলার ফাঁকে হারিয়ে গেছে কত প্রিয় মুখ, পাই নি আর দেখা দিন গড়িয়ে সন্ধে নামে মিশে যায় আলোর রেখা।
অদূরে দালানগুলোর চূড়ায় হাসে রোদেলা দুপুর, এদিকটা স্মৃতিময় মেঘলা উদাসী হাওয়ায় বাজে ব্যথার নুপূর।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বসাদা ছড়ি দিবস
পরবর্তী নিবন্ধশারদীয় উৎসব