আলোয় ফিরছেন শাকিব

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

২০১৯ সালের ২৮ অক্টোবর। বাংলাদেশের ক্রিকেটে যেন বিনা মেঘে বজ্রপাত নেমে এলো। আরো পরিষ্কার করে বললে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসানের ক্যারিয়ারে যেন নেমে এলো ঘোর অমানিশার অন্ধকার। আইসিসি নিষিদ্ধ করল সাকিব আল হাসানকে। ঘুষ নিলে বা ম্যাচ ফিঙিং করলে শাস্তি অবধারিত সেটা সবারই জানা। কিন্তু ঘুষের প্রস্তাব পেয়ে সেটা প্রত্যাখ্যান করেও যে শাস্তির মুখে পড়তে হয় বিশ্ব ক্রিকেট সেটা প্রথম দেখল সাকিব আল হাসানকে দিয়ে। কালো পর্দা পড়ে গেল সাকিবের ছন্দে থাকা ক্যারিয়ারে। সোনালী অধ্যায়ে পড়ে গিয়েছিল কালো দাগ।
সে সাথে বাংলাদেশের ক্রিকেটের সৃষ্টি হলো বড় এক শূন্যতা। যে শূন্যতা শত চেষ্টা করেও পূরণ করা যায়নি। হতশ্রী হয়ে পড়েছিল সাকিব বিহীন টিম টাইগার। তবে ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে টাইগারদের। অন্তত করোনা কেড়ে নিয়েছে নয় মাসের মত। না হয় সাকিবের অনুপস্থিতির ক্ষতটা এতদিনে কত বড় হতো সেটা বলা ছিল মুশকিল। কথায় আছে অন্ধকার শেষে আলো আসবেই। সুড়ঙ্গের ওপারের সেই আলোর রশ্মি দেখা দিচ্ছে আজ থেকে। অন্ধকার পেরিয়ে আলোতে ফিরছে বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র। এক বছর ২৫ দিন পর আর ক্রিকেটের আলোয় সাকিব। আবার ২২ গজের সেই রঙ্গ মঞ্চে আবার ফিরছেন বিশ্ব সেরা অল রাউন্ডার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আজ থেকে আবার ব্যাটে-বলে ঝড় তুলবেন সাকিব আল হাসান। আজ থেকে আবার তার বাম হাতের দৃষ্টিনন্দন ব্যাটিং এবং বাঁ হাতের ঘূর্ণি জাদুতে বিমোহিত হবে ক্রিকেট বিশ্ব।

পূর্ববর্তী নিবন্ধদিনেদুপুরেই দখল বাধা দিলে হামলা
পরবর্তী নিবন্ধসাগরপাড়ে ‘সবজি রাজ্যে’ বিপর্যয়