আলোর পথে ও দি মেসেজের যৌথ উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল

জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ্‌ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ৯৭ তম খোশরোজ শরিফ উপলক্ষে গত শনিবার এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা সংগঠন ‘আলোর পথে’ ও ‘দি মেসেজে’র যৌথ উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউসিং সোসাইটি ‘কুঞ্জে আফিয়াতে’ অনুষ্ঠিত হয়।

মাহফিলে আলোচ্য বিষয়ের উপর আলোচনা করেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মোঃ আবুল কালাম। তিনি তার বক্তব্যে বলেন, গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌্‌ মাইজভাণ্ডারীর (.) বেলায়তের যুগপৎ উত্তরাধিকারী ছিলেন বিশ্বঅলি শাহানশাহ্‌ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.), যাঁর তাজকেরার মাধ্যমে সাধারণ মানুষ আল্লাহর রহমত লাভ করতে পারে।

এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করেন হামিদা রশিদ সুমাইয়া, নাতে রাসুল পাঠ করেন ওয়াসিমা রহমান প্রিয়ন্তী এবং পবিত্র মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন ওয়াজিহার রহমান প্রিয়তা। পরিশেষে দেশের মঙ্গল কামনা এবং বিশ্বের নিপীড়িত মুসলমানের জন্য সাহায্য কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারে মাহফিল
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা যোগ্য নাগরিক উপহার দিচ্ছে