আলোর পথের বিশেষ মহিলা মাহফিল

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথের ব্যবস্থাপনায় গত ১৬ জানুয়ারি গাউসুল আযম মাইজভাণ্ডারী (.)’র ১১৯তম ওরশ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট আয়োজিত ১০ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক মহিলা মাহফিল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নুসরাত ফাতেমা জেন্সির তত্ত্বাবধানে উম্মে আল আসফিয়া এবং তাসমিয়া তাবাসসুমের সঞ্চালনায় মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দিন। তিনি বলেন, যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ঘটে যাচ্ছে, যার ফলে সমাজে একটি অসুস্থ প্রতিযোগিতা চলমান। মাইজভাণ্ডারী দর্শনে এই বৈষম্যকে ধন, ধর্ম ও বিচার তিনটি ক্ষেত্রে ভাগ করে এর যথাযথ সমাধান দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সমাজকে বৈষম্যমুক্ত করার নামে যেন অন্য কোনো প্রকার বিভেদ সৃষ্টি না হয়। রাসূল (.) ও তাঁর সাহাবায়ে কেরামের আদর্শ এবং হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (.)’র নির্দেশিত পথ অনুসরণ করে আমরা সর্বক্ষেত্রে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে পারি।

মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (.) পরিবেশন করেন রাজিয়া সুলতানা পপি এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া। আলোর পথের কার্যক্রম এবং শুভেচ্ছা বক্তব্য দেন, আলোর পথের সমন্বয়ক শাহিনা আখতার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসডিজি অর্জনে ভূমিকা রেখে চলেছে ইউসেপ
পরবর্তী নিবন্ধফ্রিল্যান্সারদের অর্থ সহজে পাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার