চাই না রাজভোগ বুঝি না রাজনীতি। আপন ধর্ম সংসার কর্মে এনেছি মনোযোগ।
চাইনা হতে নেতা– মহারতি। আল্লাহর বান্দা রসুলের উম্মত এই আমার পরিচয়। আল্লাহর পথে করছি যাত্রা সঁপেছি হৃদয়– ব্যভিচারীর বাধা প্রতিরোধ রক্ত চক্ষু তাই করি না কবু ভয়। সাহায্য চাই এক আল্লাহ্র কাছে দুঃখ পেলে নালিশ জানাই তাহারই আরশে– আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী– আল্লাহর নূরের সুগন্ধি পাই পবিত্র কুরআনের পরশে– মালিকের কাছে দুহাত তুলে করি মোনাজাত, দুর্দিনে দুর্যোগে সকল বালা মুসিবতে ঈমানের পরীক্ষায় যেন আনিতে পারি জয়– শেষ বিচারের দিনে নবী মুহাম্মদ (সা.) এর সুপারিশ যেন পাই– আল্লাহর কাছে ক্ষমা চাই– ক্ষমা কর হে’ দয়াময় রাহমানুর রাহিম এর রহমত চাই তিনি অসীম কৃপাময়। জাহান্নামের আগুন থেকে রক্ষা চাই হে’ পরম করুণাময়। নবী মুহাম্মদ (সা.) এর বাণী পৌঁছে দিতে বলে যাই এক আল্লাহ ছাড়া আর অন্য কোন উপাস্য নাই । যাদের জীবনের বেলা গেছে শুধু দুনিয়াবী চিন্তায় মেতে। আল্লাহর ক্ষমা অপেক্ষা করিতেছে সকলের জন্য এসো আল্লাহর দিকে, আলোর পথে।
চাই না রাজ্য রাজ প্রাসাদ, চাই না রাজনীতি হালুয়া রুটির ভাগ, ন্যায্যতার সাথে কথা বলিতে চাই ঈমানের সাথে বাঁচিতে চাই নেই কারো প্রতি রাগ ঢাক– দুই জাহানের মালিকের সাথে রাখিতে চাই সদা সচেতন যোগাযোগ– হে’ দয়াময় আমি পথহারা দেখাও আলোর পথ।












