আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩০ জুলাই ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প কর্ণফুলীর ফয়জুলবারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা এবং সাহমিরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ এর অধিক শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীর ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। সেবা কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন।
বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. খলিলুর রহমান, কাজী আলমগীর আনসারী, ইকরামুল হক, আব্বাস উদ্দিন আনোয়ারী, মহব্বত আলী। ড. নুর হোসাইন বলেন, ইউনিক আইডি, রক্তের প্রয়োজন মিটানো, নিরাপদ রক্তদান ও গ্রহণের জন্য আমরা দীর্ঘদিন কাজ করে আসছি। মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি আমাদের রক্তের গ্রুপ নির্ণয় করে রাখার প্রতি আরো তাগিদ দিচ্ছে। ক্যাম্প পরিচালনা করেন ফখরুল ইসলাম, রিফাত আলম, জাহেদ, নিহাল, মহাথির, তাহমীম, আবির, সানজিদা, নিধি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।