আলোর দিশার ৯ম মোটিভেশন ও কুইজ প্রতিযোগিতা

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

ইউসেপ এ. কে. খান কালুরঘাট স্কুলে আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয়নবী মুহাম্মদ (.)’ শীর্ষক ৯ম মোটিভেশন ও কুইজ প্রতিযোগিতা ইন্সট্রাক্টর আবুল বাশারের সভাপতিত্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শাহজাহান লিটন। বিষয়বস্তুর ওপর মূল বক্তব্য পেশ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। উপস্থিত ছিলেন সাদিক আলম, পারভিন আকতার, ফখরুল ইসলাম, সানজিদ, জুবায়ের খান, সাজ্জাদ, তাহমিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আসিফ মাহমুদ। এতে বক্তারা বলেন, তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাঁদের চরিত্র, যোগ্যতা, দক্ষতা, মননশীলতান ওপর ভিত্তি করে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। তাই তাঁদেরকে লেখাপড়ার পাশাপাশি চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে কবি গোলাম মোস্তফার বিশ্বননী গ্রন্থের আলোকে ১০০জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে আগামী দিনে দেশের হাল ধরতে হবে। এজন্য ভীরুতা ও দুঃশ্চিন্তা পরিহার করে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়
পরবর্তী নিবন্ধমাহাতা পাটনীকোঠা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ