আলোর দিশার ৮ম মোটিভেশন ও কুইজ প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:০৯ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা : প্রিয়নবী মুহাম্মদ (.)” শীর্ষক ৮ম মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা গত বুধবার আমবাগান ইউসেপ টেকনিক্যাল স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মেরিনা জাহান।

মূল বক্তব্য পেশ করেন আলোর দিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (.) বিশ্ববাসীর জন্য আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শ আধুনিক জীবনব্যবস্থায় প্রাসঙ্গিক।

তাঁর জীবনের প্রতিটি ধাপ স্ব স্ব বয়সের মানুষের জন্য যুৎসই। তরুণ বয়সে তাঁর কর্মকাণ্ড বর্তমান তরুণ সমাজের জন্য প্রযোজ্য। দিশেহারা তরুণদেরকে তাঁর জীবনী চর্চার মাধ্যমে শান্তি ও সাফল্য খুঁজতে হবে। প্রত্যেক বয়স ও পেশার মানুষকে তাঁর আদর্শলোকে জীবন গড়তে হবে।

এতে উপস্থিত ছিলেন ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য হাজী লতিফা মোহাম্মদ, কোষাধ্যক্ষ আলহাজ সালেহ আহমদ, স্কুলের ইনস্ট্রাক্টর মো: শাহ আলম, শিক্ষক ফারজানা বেগম, কাজী শিরিন জাহান, পিআরও মোহাম্মদ ফখরুল ইসলাম, রক্তসেবা বিভাগ প্রধান জাকারিয়া আলম, সাজ্জাদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক পিআরও আসিফ মাহমুদ। আলোচনা শেষে ২০০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোপাল চন্দ্র দত্ত
পরবর্তী নিবন্ধ২২নং এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা