পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা : প্রিয় নবী মুহাম্মদ (দ.)’ শীর্ষক ৬ষ্ঠ মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। হালিশহর সিলভার বেলস গার্লস হাইস্কুল হলে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক. মুহাম্মদ নুর হোসাইন। তিনি মহানবীর (দ.)সত্যবাদিতা, ন্যায়পরায়নতা, নারী ও মা–বাবার প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি গুণাবলি তুলে ধরে তাঁর জীবনাদর্শ আলোকে জীবন গড়ার জন্য শিক্ষার্থীদেরকে আবহবান জানান। পাশাপাশি ইভটিজিং, কিশোরগ্যাং, অপ্রয়োজনীয় মোবাইলিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে সেগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, অল্প বয়সে স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাওয়ার ফলে তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা বিভা ইন্দু, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি খালেদা মহিউদ্দীন, সহকারী প্রধান শিক্ষিকা বিলকিস নাজমা, ফাউন্ডেশনের সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, সালেহ আহমদ, হাজী লতিফা মোহাম্মদ প্রমুখ। উপস্থিত ছিলেন স্কুলের ধর্মীয় শিক্ষিকা জান্নাতুল মাওয়া, মোহাম্মদ ফখরুল ইসলাম, জাহিদ হাসান, সানজিদা সোলতানা, নুসরান শারমিন খান, সানজিদা আকতার প্রমুখ। শেষে ১৫০জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবিকা নিধি। প্রেস বিজ্ঞপ্তি।