পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা : প্রিয়নবী (দ.)” শীর্ষক ৫ম মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা গত ২ সেপ্টেম্বর হামজারবাগস্থ ইউসেপ টেকনিক্যাল স্কুলে প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয়ে মূল বক্তব্য পেশ করেন আলোর দিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৪৮% তরুণ–তরুণী। অর্থনীতিবিদদের মতে, কোনো দেশের সমৃদ্ধির জন্য তারুণ্যোর আধিক্য গুরুত্বপুর্ণ। বাংলাশের অর্থনৈতিক দ্রুত উন্নতির জন্য তারুণ্যের আধিক্যই যথেষ্ট। এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। বিপথগামী তারুণ্যকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতার দীক্ষায় দীক্ষিত করতে হবে। ইন্টার লেভেলের পূর্বে তাদের হাতে এন্ড্রয়েড মোবাইল দেওয়া বন্ধ করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই দায়িত্ব নিতে হবে। তাহলে তাদের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোয়ালিটি ফিশন্সের এমডি মো: শাহজাহান লিটন ও সিওয়্যার বন্ডেড ওয়্যারহাউসের চেয়ারম্যান ও আজীবন সদস্য হাজী লতিফা মোহাম্মদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ট্রেড শিক্ষক বিশ্বজিৎ অ্যাম্বুলেন্সসেবা প্রধান আসিফ মাহমুদ, পিআরও মোহাম্মদ ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক মাহাথির মোহাম্মদ, তাহমিম আহমেদ, মহিউদ্দীন সিয়াম প্রমুখ। আলোচনা শেষে ৬০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, সততা, নিষ্ঠা ও সাহস নিয়ে গেলে সাফল্য অবশ্যই ধরা দেবে। হীনমন্যতায় না ভোগে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গেলে কম যোগ্যতা নিয়েও বড় হওয়ার স্বপ্ন পূরণ হবে বলে তিনি মন্তব্য করেন।









