“বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা : প্রিয়নবী (দ.)”- শীর্ষক ৪র্থ মোটিভেশনাল
প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা গত সোমবার বাংলাবাজারস্থ ইউসেপ আমির হোসেন দোভাষ টেকনিক্যাল স্কুলে প্রধান শিক্ষক জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিষয়বস্তুর ওপর মূল বক্তব্য পেশ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। তিনি বলেন, মোবাইলিং, ইভটিজিং, কিশোর গ্যাং, হিরোইজম, আড্ডাবাজির কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। অসময়ে এন্ড্রয়েড মোবাইল কিশোর–কিশোরীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মাদকাসক্তির চেয়ে মোবাইল আসক্তি ক্ষতিকর রূপ নিয়েছে। অভিভাবক ও শিক্ষকগণকে যথাযথ দায়িত্ব পালনের প্রতি জোর তাগিদ দেন এবং আলোর দিশা ফাউন্ডেশন প্রিয় নবীর (দ.) জীবনাদর্শলোকে সেই লক্ষ্যে কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিওয়্যার বন্ডেড ওয়্যারহাউস লি–এর চেয়ারম্যান হাজী লতিফা মোহাম্মদ, আজীবন সদস্য কমর উদ্দীন আহমেদ সিদ্দিকি, এআইবিল সিনিয়র অফিসার সেকান্দর রহমান কায়সার। সার্বিক সহযোগিতা করেন ইংরেজি শিক্ষিকা লিলি মল্লিক, ট্রেড ইনস্ট্রাক্টর মো: মোরশেদুল কবির চৌধুরী, বাংলা শিক্ষক নরেন্দ্র নাথ সূত্রধর, কৃষি শিক্ষিকা ফেরদৌসি বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স সেবা প্রধান আসিফ মাহমুদ এবং পিআরও মোহাম্মদ ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রক্তসেবাপ্রধান জাকারিয়া আলম, স্বেচ্ছাসেবক জনাব জাহিদ হাসান, আবু রাশেদ চৌধুরী। ১২০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।