সমাজকল্যাণমূলক সংস্থা আলোর দিশা ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভা চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর ড. নূ.ক.ম. আকবর হোসেন। উদ্বোধন করেন পীরে তরিকত মীর মুহাম্মদ মুইনুদ্দিন কুরাইশী।
অনুষ্ঠানে ৩৪জন আজীবন সদস্য, ৪১জন প্রশিক্ষণার্থী, ২৬জন স্বেচ্ছাসেবক, ৩৬জন কুইজ বিজয়ী, ৩৬জন অভিভাবক, ১১জন হেড মাস্টার এবং ৫জন প্রশিক্ষক সর্বমোট ১৮৯জনকে মানবিক ও সামাজিক কাজের জন্য সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। প্রধান বক্তা আলোর দিশা ফাউন্ডেশনের মানবিক ও সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, পরস্পরের ভালোবাসা আর সহযোগিতার মাধ্যমে বর্তমান নরকের ন্যায় সমাজটাকে স্বর্গে পরিণত করতে হবে। মানবিক মূল্যবোধের অভাবে সমাজের সর্বত্র অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি হচ্ছে। উদ্বোধক আল্লামা কুরাইশী বলেন, আগামী প্রজন্মকে আত্মকেন্দ্রিকতা পরিবর্তে সমাজকেন্দ্রিকতায় দীক্ষিত করতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে আলোর দিশার সকল শুভাকাঙ্খী, দাতা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাউন্ডেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লতিফা মুহাম্মদ, অধ্যক্ষ এস. এম. মিসবাহুর রহমান, মাস্টার জিয়াউদ্দিন, নাইম উদ্দিন, মাওলানা ইকরামুল হক, নুরুল হুদা চৌধূুরী প্রমুখ। উপস্থিত ছিলেন কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকুসদ আলম, ওলি উল্লাহ, খালেদ সাইফুদ্দিন, সুলতানুর রশীদ, এডভোকেট আব্দুল্লাহ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












