আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার বাঁশখালীর রায়ছটা ইউনিয়নের উপকূলীয় এলাকার বায়তুন্নুর মসজিদ প্রাঙ্গনে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এটি এ বছরের চতুর্থ দফায় কম্বল বিতরণ। কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন, ইসি সদস্য ও অধ্যক্ষ কাজী এসএম মিসবাহুর রহমান, এসএম জুবাইদুল হাসান প্রমুখ। এসময় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক মহিউল আলম চৌধুরী, মিনহাজুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, মাস্টার আনোয়ার কবীর, আব্দুন নুর, আনিসুর রহমান ফরহাদ, সরওয়ার উদ্দিন মুন্সী, আব্দুল মান্নান, সাফওয়ান চৌধুরী, রবিউল আলম, আজিম বিন মালেক প্রমুখ।
ড. নুর হোসাইন বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ অপেক্ষাকৃত দরিদ্র এবং অবহেলিত। তারা ঘূর্ণিঝড়, বৈরী আবহাওয়া ও দারিদ্র্যের শিকার। অধিকাংশ মানুষ মাছ শিকার ও কৃষিকাজ নির্ভর। তাদেরকে সহযোগিতা করা সমাজের সামর্থবানদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আলোর দিশা ফাউন্ডেশন কম্বল বিতরণ করছে। অধ্যক্ষ মিসবাহুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য। মানবসেবা মহৎ কাজ এবং এর মধ্যে উত্তম প্রতিদান রয়েছে। তাই আলোর দিশার উদ্যোগে আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। প্রেস বিজ্ঞপ্তি।












