আলোর ঝলকানিতে মেসিকে বরণ করল মায়ামি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

জাকজমকপূর্ণ আয়োজনে লিওনেল মেসিকে বরণ করে নিল ইন্টার মায়ামি। দর্শকে ঠাসা স্টেডিয়ামে নতুন এই ঠিকানায় নিজের লক্ষ্য এবং পরিকল্পনার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে মায়ামির ঘরের মাঠে গত রোববার স্থানীয় সময় রাতে করা হয় মেসির স্বাগত অনুষ্ঠান। মাঝে বৃষ্টি নামলেও তাতে একটুও কমেনি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উন্মাদনা। মাইকে নাম ঘোষণার পর আলো ঝলমলে আয়োজনে সবার মধ্যমণি হয়ে মঞ্চে হেঁটে আসেন সাদা টিশার্ট ও জিন্স পরিহিত মেসি। তখন তার হাতে ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তা দেন সাতবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা। তিনি বলেন আমার পরিবারকে নিয়ে এই শহরে এসে, এই প্রজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে আমি খুবই খুশি। এতে কোনো সন্দেহ নেই, আমরা এটি অনেক উপভোগ করতে চলেছি। আমরা ভালো সময় কাটাতে চলেছি এবং দারুণ সব জিনিস হতে চলেছে। সবাইকে ধন্যবাদ। এই দিনের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মায়ামির হয়ে কাজটি সহজ হবে না মেসির জন্য। সবশেষ ১১ ম্যাচে জয় নেই ক্লাবটির। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে রয়েছে তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য মাঠে নামার তর সইছে না ক্লাবটির নতুন তারকার। মাঠে নামার জন্য অনুশীলন শুরু করার অপেক্ষা সইছে না। সবসময় প্রতিদ্বন্দ্বিতার যে তাড়না আমার ছিল, ঠিক তেমনই অনুভব করছি। জিততে ও মায়ামিকে সামনে এগিয়ে নিতে একই তাড়না অনুভব করছি। মেসির এই বার্তার পর বড় পর্দায় তার জন্য পাঠানো অসংখ্য শুভকামনা বার্তা দেখানো হয়। যেখানে এনএফএলের সাবেক কোয়ার্টার ব্যাক টম ব্র্যাডি, এনবিএ খেলোয়াড় স্টিফেন কারিরাও ছিলেন। এরপর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মাঠে নামেন মেসি। যেখানে তাদের ক্যামেরাবন্দী করতে ব্যস্ত সময় পার করেন ফটোগ্রাফাররা। এরপর আলোর ঝলকানিতে ফ্লোরিডা শহর যেন আলোকিত হয়ে উঠে। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করেছে মায়ামি। লিগস কাপে আগামী শুক্রবার মেক্সিকোর ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবে অভিষেক হতে পারে মেসির। বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজনকে পেয়ে এটিকে ক্লাবের জন্য পরবর্তী অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। মায়ামির মালিকপক্ষের একজন তিনি। আপনাদের সবার মতো আমিও লিওকে আমাদের জার্সিতে মাঠে দেখার অধীর অপেক্ষায় আছি। সুধী, আমাদের যাত্রার পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে এখান থেকে।

পূর্ববর্তী নিবন্ধদুটি বড় টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের ক্যাম্প শুরু ২৯ জুলাই
পরবর্তী নিবন্ধনোয়াপাড়া লায়ন্সের দ্বিতীয় জয় ক্রিসেন্ট ক্লাবের শুভসূচনা