আকাশ জুড়ে আলোর জোয়ার,
লেগেছে হুড়োহুড়ি।
মন খারাপের মেঘ সরিয়ে,
উড়ছে নানান ঘুড়ি।
একটা ঘুড়ি শান্তি এবং,
একটা ভালোবাসা।
একটা ঘুড়ি মুক্তি, শপথ,
ছড়ায় আলো আশা।
একটা ঘুড়ি স্বপ্ন সবুজ,
একটা ছুটির বাঁশি।
একটা ঘুড়ি আঁকছে পরব,
বলছে ভালোবাসি।
একটা ঘুড়ি ঢ্যাম কুড়া কুড়,
হাওয়ার বেগে ছোটে।
একটা ঘুড়ি গন্ধ ছড়ায়,
মা’র মুখ ভেসে ওঠে।









