রোদ্দুর কেনাবেচা করেছি
রঙধনু হাটে।
কৃষ্ণের বাঁশি বাজছে
এই চরম রোদে
পরম মমতায় ভাদ্রে।
রঙধনুর হাট থেকে নীলকিনেছি সাথে।
আসমান ভেঙে পড়ে
বরষা নামে মাঠে।
ধানখেতে পানিজমে
মরিচা ধরা বৈঠা নিয়ে
নৌকা চালাই মাঠে।
নদী ঘাট নয় মাঠ হয় যদি
লোকজন বেমালুম ভুলে যায় গতি।
নতুন করে হোক রঙধনু নীতি।