আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেপ্তার

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে রাজধানীর বসুন্ধরা মার্কেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ মার্চ বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে। তিনি বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৫ বছর পর চাকসু নির্বাচন
পরবর্তী নিবন্ধ৩০০ কোটি টাকার প্রকল্প আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হবে আইকনিক