আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন

বিএসপির সমাবেশে সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) আয়োজিত সমাবেশে বিএসপি চেয়ারম্যান ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, বাংলাদেশে আমরা দেখে আসছি নির্বাচন এলেই অনেক রাজনৈতিক কর্মসূচি সহিংসতা, হানাহানিতে রূপ নেয়। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থেই জনগণের জন্য রাজনীতি করে, তবে তাদের উচিত সব দলের সাথে সংলাপের মাধ্যমে জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। যাতে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি গতকাল মুন্সিগঞ্জে সুপ্রিম পার্টির সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মো. ইব্রাহিম মিয়া, আজমাইন আসরার, মো. হাবিবুর রহমান পায়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধজনগণকে সাথে নিয়ে সরকারবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে