আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের সাংগঠনিক ইউনিট কমিটি গঠনে সভা

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, চট্টগ্রাম জেলায় হাটহাজারী উপজেলা একটি আধুনিক উপ শহর। তাই এ এলাকার ঐতিহ্য রক্ষায় প্রান্তিক পর্যায় থেকে সকল স্তরের বৈষম্য দূর করে জনগণের কল্যাণে সামগ্রিকভাবে কাজ করতে হবে। তিনি গতকাল আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের অস্থায়ী কার্যালয়ে এই লক্ষ্যে অত্র সংগঠনের ৭৫টি ইউনিটের ২১টি সাংগঠনিক কমিটি গঠনকল্পে বর্ধিত সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

২১টি সাংগঠনিক ইউনিট কমিটিগুলো নাজির হাট কলেজ শাখার আহ্বায়ক জমির উদ্দিন, সদস্য সচিব একরামুল হাসান লিটন, ফরহাদাবাদ নুর আলী মিয়ার হাট শাখার আহ্বায়ক আইনুল হোসেন, সদস্য সচিব সালেহ উদ্দিন, শান্তির হাট শাখার আহ্বায়ক আবুল বশর চৌধুরী, সদস্য সচিব আরিফুল ইসলাম, পশ্চিম ধলই শাখার আহ্বায়ক মুশফিকুল আলম, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, কাটির হাট মহিলা কলেজ শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব রোকেয়া জেসমিন, ফরহাদাবাদ বংশাল শাখার নজরুল ইসলাম, সদস্য সচিব রবিউল হোসেন, কাটির হাট শাখার আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব রেজাউল করিম, এনায়েতপুর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবু তাহের, গুমানমর্দন পেশকার হাট শাখার আহ্বায়ক জে.ইউ. খান, সদস্য সচিব বখতিয়ার উদ্দিন, সাদেক নগর শাখার আহ্বায়ক এম.জে. চৌধুরী বাবর, সদস্য সচিব জসিম উদ্দিন, গুমানমর্দন কাটাখালী শাখার আহ্বায়ক মিঠু বড়ুয়া, সদস্য সচিব লোকমান হোসেন, নাঙ্গল মোড়া শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শামসুল আলম, বালু খালী শাখার আহ্বায়ক আব্দুল করিম, সদস্য সচিব সালাহ উদ্দিন, সরকার হাট বাজার শাখার আহ্বায়ক সেলিম উদ্দিন, সদস্য সচিব রমিজ উদ্দিন, পশ্চিম মির্জাপুর শাখার আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব আলী, মির্জাপুর ওবাইদুল্লাহ নগর শাখার আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব সুলতান আলম, চারিয়া মুরাদপুর শাখার আহ্বায়ক ফোরকান, সদস্য সচিব জানে আলম, চারিয়া বাজার শাখার আহ্বায়ক তৌহিদুল আলম, সদস্য সচিব মিলন কান্তি শীল, চারিয়া মুছার দোকান শাখার আহ্বায়ক হায়দার, সদস্য সচিব শাহাদাত হোসেন, মির্জাপুর মুহুরী হাট শাখার ইমতিয়াজ হোসেন, সদস্য সচিব জিংকু বড়ুয়া, আলমপুর শাখার আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার হারুন কে দিয়ে গঠন করা হয়। বাকী ৫৪টি কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদলপুর স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের বসন্ত উৎসব
পরবর্তী নিবন্ধকমরেড নাসির উদ্দীন ফাউন্ডেশনের স্মরণসভা