আলোকিত সমাজ গড়তে হলে আলোকিত মানুষ হওয়াটা আবশ্যিক। আমরা সবাই আলোকিত সমাজ আশা করি কিন্তু সমাজ আলোকিত হওয়ার যে হাতিয়ার সেটাকে অবমূল্যায়ন করি। সত্যিকার অর্থে যদি সমাজ আলোকিত করতে চাই তাহলে আগে আমাদের সবাইকে আলোকিত হতে হবে। আমাদের মাঝে যদি আলো না থাকে তাহলে আলো আসবে কোথা থেকে? আমরা সবাই নিরক্ষরতামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মারামারি– হানাহানিমুক্ত, হিংসা–বিদ্বেষমুক্ত, চোর–ডাকাতমুক্ত, বৈষম্যমুক্ত, সমপ্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ চাই কিন্তু এটি কখনো নিজে থেকে সৃষ্টি হবে না, আপনাকে–আমাকে এটি সৃষ্টি করতে হবে।
সবাই যদি অন্যের ওপর দায়িত্ব দিয়ে ইস্তফা পেতে চাই তাহলে আর সম্ভব হবে না। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাই হতাশ না হয়ে সমাজ বিনির্মাণে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুন, আপনার স্বপ্নের বাস্তবায়ন ঘটুক। আলো পাক প্রতিটি মানুষের হৃদয়, আলো ছড়িয়ে পড়ুক সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব দরবারে। এগিয়ে যাক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষা–দীক্ষায় দীক্ষিত হয়ে আমাদের নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিৎ যাতে আমরা ব্যক্তিজীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আলো ছড়াতে পারি।