আলোকিত মানুষ গড়ার অনন্য রূপকার হযরত গাউছুল আজম

হাটহাজারীতে এশায়াত মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী-রাসুল পাঠিয়েছেন। এরপর পাঠান আওলিয়া কেরামগণকে। এরই ধারাবাহিকতায় এসেছেন শায়খ ছৈয়্যদ গাউছুল আজম। যিনি সুন্নতের পরিপূর্ণ অনুকরণের মাধ্যমে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে তরিক্বতের চর্চা করেছেন। গতকাল সোমবার হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় মাঠে এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্‌ আহমদী (ম.জি.আ) এসব কথা বলেন।
পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা ছৈয়্যদ গাউছুল আজমের স্মরণে মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫নং উত্তর মাদার্শা শাখা। উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নুর খানের সভাপতিত্ব এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, মাওলানা এরশাদুল হক, মাওলানা আবদুছ ছবুর, মাওলানা জমিস উদ্দীন মুনিরী প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, উত্তর মাদার্শা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আল্লামা আবুল কাসেম আনছারী, সমাজসেবক এম. আজিজুল হক দৌলত, মোহাম্মদ শফিকুল আলম হেলাল, শেখ মোহাম্মদ ইউছুফ, সাঈদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ সোহরাব হোসেন সৌরভ, মোহাম্মদ মুজিবুদ্দৌলা চৌধুরী, মোহাম্মদ সাহেদুল আলম সাহেদ প্রমুখ। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্‌র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড স্টেশনে প্রতিদিন যাত্রা বিরতি করবে ৬টি ট্রেন
পরবর্তী নিবন্ধবাকলিয়া এক্সেস রোডের উন্নয়নকাজ পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান