আলোকিত মানুষ গড়তে শিক্ষার বিকল্প নেই

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় এম এ সালাম

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

উত্তরজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম বলেছেন, আচরণগত পরিবর্তন আনয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ, উত্তম চরিত্র গঠন এবং সর্বোপরি মানুষকে আলোকিত করার ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার সকল ক্ষেত্রে বিশেষ করে আধুনিক মানসম্মত যুগোপযোগী শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানপ্রযুক্তি আয়ত্ত করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন প্রজন্মের নৈতিক মূল্যবোধ, সততা, চরিত্র গঠন এবং জনগণ ও সমাজের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম জাগ্রত থাকতে হবে। গতকাল রোববার হাটহাজারী নজুমিয়া হাটে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ হিমেলের সভাপতিত্বে ও সাজ্জাদ হোসাইন রাকিব ও রিহান জুনাঈদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। বক্তব্য রাখেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ বখতেয়ার, এনামুল হক এনাম, রাশেদ খান মেনন, বেলাল উদ্দীন বিজয়, জহির উদ্দীন চৌধুরী টিপু, মোহাম্মদ জাবেদ হাসান প্রমুখ। শেষে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উ্‌যাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুভেচ্ছা সফরে চট্টগ্রামে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ
পরবর্তী নিবন্ধ৩৮ নম্বর ওয়ার্ডে সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা