চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন বলেন, বই মানুষকে আলোকিত করে। বই পড়ার মাধ্যমে নিজেকে আলোকিত করা সম্ভব। জিয়া স্মৃতি পাঠাগার সেই সুযোগ সৃষ্টি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে বই পড়ায় মনোননিবেশ করতে হবে। জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম মহানগরের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জলের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জিয়া স্মৃতি পাঠাগার মহানগর সিনিয়র সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, সহ–সভাপতি হাসান মুকুল, মো. শাহজাহান, সরোয়ার উদ্দিন সেলিম, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াৎ, আজিজুল হক মাসুম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, শিল্পী আব্দুল আউয়াল, ইকবাল হোসেন সুমন, এডভোকেট শফিকুল আলম স্বপন, জাফরুল হাসান রানা, কাজী সাইফুল ইসলাম টুটুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।