আলোকায়ন ক্ষেত্রে শতভাগ রক্ষণাবেক্ষণ ও তদারকি নিশ্চিত করতে হবে

চসিক বিদ্যুৎ বিভাগের সাথে মতবিনিময়ে ভারপ্রাপ্ত মেয়র

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

চসিক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেছেন, নগরজুড়ে এলইডি বাতির আলোর মাধ্যমে নগরীকে আলোকিত করা হবে। চসিকের বিদ্যুৎ বিভাগের যে অব্যবস্থাপনা আছে তা দক্ষ জনবলের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক না কেন তা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, নগরীতে চল্লিশ হাজার টিউবলাইট জ্বলে অন্যদিকে নগরীতে পাঁচ হাজার এলইডি স্থাপন করা হয়েছে। এ বাতিগুলোর আলোকায়নের ক্ষেত্রে শতভাগ রক্ষণাবেক্ষণ ও তদারকির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা প্রদান করেন। গতকাল সোমবার চসিকের আন্দরকিল্লা পুরাতন ভবনের কেবি আব্দুস সত্তার মিলনায়তনে বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর জহরলাল হাজারী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাস, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী ভূঁইয়া, জাহিদুল আলম চৌধুরী, জাকির হোসেন প্রমুখ। ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, আগামীতে স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সড়কবাতির সুইচ নিয়ন্ত্রণ করা হবে যার জন্য স্থাপন করা হবে চারটি কেন্দ্রীয় সার্ভার স্টেশন যেখান থেকে সহজে অন অফ, কমানো বাড়ানো যাবে এছাড়া বেশি পরিমাণ বিদ্যুত অপচয় না হয় মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি বিজ্ঞান অনুষদে সেমিনার
পরবর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে মানুষের আস্থা অর্জনে কাজ করছে নগর আওয়ামী লীগ