আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম দিদার ছিলেন সৎ ও মুক্তিযুদ্ধের সপক্ষের একজন সাহসী মানুষ। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও সাহসী মানুষকে হারালাম। গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম দিদারের শোকসভায় সাংবাদিক নেতৃবৃন্দ এই মন্তব্য করেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা আসিফ সিরাজের সভাপতিত্বে ও উপদেষ্টা মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় শোক সভা স্মৃতিচারণ করেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব প্রসাদ দাশ দেবু, সাবেক সহ-সভাপতি সুভাষ কারণ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থসম্পাদক রাশেদ মাহমুদ, রুপম চত্রুবর্তী, রাজেশ চত্রুবর্তী, সোহেল সরওয়ার, আমিন মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।