আলোকচিত্র শিল্পী সেলিম হাসানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট শফিউল আলমের জেষ্ঠ্য ছেলে। মাত্র ২১ বছর বয়সে জাপানে আন্তর্জাতিক ‘ইউনেস্কো’ পুরস্কার লাভ করেন এবং দেশ–বিদেশে ত্রিশটারও বেশি পুরস্কারে ভূষিত হন। তার দশটি একক আলোকচিত্র প্রদর্শনী দর্শক নন্দিত হয়। এছাড়াও ভারত, জাপান, ডেনমার্ক, হংকং এবং আমেরিকায় তাঁর আলোকচিত্র প্রদর্শিত হয়।
বহু আন্তর্জাতিক প্রকাশনায় তাঁর আলোকচিত্র স্থান পেয়েছে। উল্লেখ্য, সেলিম হাসান চট্টগ্রামের প্রথম ফ্যাশন ফটোগ্রাফিক্স স্টুডিও ‘আরশি’ প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালের এই দিনে তিনি মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।