আলোকচিত্র শিল্পী সেলিম হাসানের মৃত্যুবার্ষিকী আজ

| বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

আজ ২৩ ফেব্রুয়ারি অকাল প্রয়াত আলোকচিত্র শিল্পী সেলিম হাসানের ২৭তম মৃত্যুবার্ষিকী, ১৯৯৫ সালের এই দিনে তিনি দাঁতে ত্রুটিপূর্ণ চিকিৎসার কারণে মারা যান। উল্লেখ্য তিনি বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম এডভোকেট শফিউল আলমের জ্যেষ্ঠ পুত্র।
সেলিম হাসান মাত্র ২১ বছর বয়সে জাপানে আন্তর্জাতিক “ইউনেস্কো” পুরস্কার লাভ করে এবং দেশ-বিদেশে ত্রিশটারও বেশি পুরস্কারে ভূষিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছিপাতলীতে ওরশে কাদেরী শুরু কাল
পরবর্তী নিবন্ধগন্ধগোকুল লোকালয়ে!