আলেম সমাজ ঐক্যবদ্ধ হওয়ায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে

পটিয়া জিরি মাদ্রাসায় দোয়া মাহফিলে বক্তারা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:৩১ পূর্বাহ্ণ

পটিয়া আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) ২০২৪২৫ শিক্ষাবর্ষের সমাপনী বোখারী শরীফের শেষ ছবক পাঠদান অনুষ্ঠান ও দোয়া মাহফিলে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। আল জামেয়ার মহাপরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে খতমে বোখারীর ছবক দান করেন আল জামেয়ার শাইখুল হাদিস আল্লামা মোঃ মুছা, বিশেষ মেহমান ছিলেন আওলাদে রসূল ছৈয়দ ফয়সাল নদিম (পাকিস্তান), দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস খতমে নবুয়ত বিষয়ক স্কলার মাওলানা শাহ্‌্‌ আলম গৌরখপুরী, মুফতি সাহেদ রহমানী। বক্তব্য রাখেন মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, ব্যবসায়ী ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য হাজী নজরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মোস্তাক আহমদ প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, হেফাজতে ইসলাম সহ সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হওয়ায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এদেশের উত্তরদক্ষিণ পূর্বে সীমান্তে পা রাখলে হিন্দুবৌদ্ধদের স্থান। এর মধ্যেও একটি ছোট্ট রাষ্ট্রে এদেশের ২০ কোটি মানুষের মধ্যে ১৮ কোটি মুসলমান। দেশে ৯০ ভাগ মানুষ মুসলমান হলেও হাসিনার কাছে এর কোন মূল্য ছিল না। ভারতে তাবেদারী করে এ মুসলমান রাষ্ট্রকে শেখ হাসিনা ভারতের তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছিল। ছাত্রজনতাসহ আলেম সমাজদের আন্দোলনের মুখে ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে তার প্রভুর দেশে চলে যায়। ভারতের বিরুদ্ধে কথা বলায় আমাকে এক বছর জেল খাটতে হয়। আন্দোলনে প্রায় ১০০ জন মাদ্রাসা ছাত্র প্রাণ হারিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে
পরবর্তী নিবন্ধকোকো ছিলেন প্রচারবিমুখ ও নিরহংকারী ব্যক্তি