আলেম ওলামাদের সম্মান রক্ষায় সজাগ থাকতে হবে

দক্ষিণ জেলা ওলামা দলের অনুষ্ঠানে জাফরুল ইসলাম

| শনিবার , ৮ মে, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রকৃত আলেম-ওলামারা হচ্ছেন নবী ও রাসুলগণের ওয়ারিশ। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আলেমরাই মহান আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধান দুনিয়াতে প্রচার প্রসার করবে। যার মাধ্যমে সাধারণ মানুষ ইসলামী শরীয়ার জ্ঞান হাসিল করে তাদের জীবন যাপন করবে। বর্তমানে দেশে আলেম ওলামাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই আলেম-ওলামাদের সম্মান রক্ষায় আমাদের সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল দক্ষিণ জেলা ওলামা দলের উদ্যোগে আয়োজিত আলেম ওলামাদের সম্মানে ঈদ উপহার বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন। দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ফোরকানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মাস্টার লোকমান, বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট কাসেম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, অ্যাডভোকেট লায়ন শওকত ওসমান চৌধুরী, জাহেদুল হক, শহিদুল আলম শহিদ, ক্বারী হাফেজ আবদুল করিম, নোমান ফারুকী, হাফেজ মাওলানা জাবের হোসেন, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, আবদুস সবুর, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মুফতি এম. এ ছগীর, মাওলানা ফোরকান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মুহাম্মদ সত্তার, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন প্রমূখ। ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ বৈশ্বিক মহামারী হতে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী হাফেজ আবদুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ৩ জুয়াড়ি গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নানা কর্মসূচি আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস