পারিবারিক কলহ রোধে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ভাইবোনদের মাঝে বণ্টনের ক্ষেত্রে মানুষকে বিজ্ঞ আলেমদের দ্বারস্থ হওয়ার আহ্বান জানিয়েছেন আল জামিয়াতুল আহলিয়াহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মোহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। তিনি বলেন, কওমী মাদ্রাসার পাঠ্যসূচিতে ইলমুল ফারায়েজ বা ইসলামী শরীআহ ভিত্তিক সম্পদ বণ্টন আইন একটি বাধ্যতামূলক বিষয়। তাছাড়া বিভিন্ন কোর্স পরিচালনার মাধ্যমেও শিক্ষার্থীদের এ বিষয়ে পারদর্শী করে তোলা হয়। আজ দেশে পারিবারিক কলহ মহামারী আকার ধারণ করেছে। যার বেশির ভাগই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ বণ্টন নিয়ে হয়ে থাকে। তাই আমি দেশের মানুষের প্রতি আহ্বান জানাব, তারা যেন মীরাস বণ্টনের ক্ষেত্রে কোনো হাক্কানী আলেমের দ্বারস্থ হন। কারণ একজন আলেম কখনোই একচোখা নীতিতে সম্পদ বণ্টন করবেন না।
গতকাল শুক্রবার হাটহাজারী মাদ্রাসার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে আয়োজিত ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা ভূমি জরিপ প্রশিক্ষণ নিয়ে এটিকে জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবেও ব্যবহার করতে পার। আলেমরা এই পেশায় এলে জনগণ অনেকাংশে উপকৃত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামিয়ার মুহাদ্দিস আল্লামা আহমদ দীদার কাসেমী বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার তাগিদে হলেও আলেমদের ভূমি জরিপ বিষয়ে পারদর্শী হতে হবে। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও কোর্সের প্রশিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম আমিনী, মাওলানা নিজাম সাইয়্যিদসহ জামেয়ার শিক্ষকমণ্ডলী।