আলেমদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি জাগতিক বিষয়েও দক্ষ হতে হবে

মজলিসুল ওলামার সভায় নদভী

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

মজলিসুল ওলামা বাংলাদেশের সম্মেলন গত শনিবার সন্ধ্যা ৭টায় কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আলেম-ওলামাদের কোরআন-সুন্নাহর এলমের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান, ভাষাতত্ত্ব ও সমকালীন বিষয়ে প্রচুর জ্ঞান লাভ করে যুগ-জিজ্ঞাসার জবাব প্রদানে পারদর্শীতা অর্জন করতে হবে, তবেই সম্ভব ইসলাম বিদ্বেষী শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শকে তুলে ধরতে হবে পরিমার্জিত ও পরিশীলিত ভাষায়। উগ্রতা ও হিংসা-বিদ্বেষ সর্বোতভাবে পরিহার করতে হবে।
সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, বহুধাবিভক্ত আলেম সমাজের মাঝে মতৈক্য প্রতিষ্ঠাই ছিল মজলিসুল ওলামা গঠনের মূল লক্ষ্য। আলেম সমাজের ঐক্যের ক্ষেত্রে অবশ্যই অহংকার, হিংসা-বিদ্বেষ পরিহার করে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং অন্যের কথা শোনার মতো মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে অন্যের দোষ-ত্রুটি গোপন রাখতে হবে। তাহলেই হতে পারে আলেম সমাজের ঐক্য।
মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা ড. মাহমুদুল হক ওসমানী, মাওলানা জাফর আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা আবু তৈয়্যব আলী মজিদী, মাওলানা ওসমানুল হক, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা লোকমান হাকিম, কাজী মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল জাজিরা জঙ্গিগোষ্ঠীর মিশন কায়েম করতে মাঠে নেমেছে
পরবর্তী নিবন্ধরাউজানে কদলপুরে গৃহবধূর লাশ উদ্ধার