আলী শাহ (রহ.) এর তিন দিনব্যাপী বার্ষিক ওরশ আজ শুরু

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

শাহসূফি হযরত মোহাম্মদ আলী শাহ (রহ.) এর ৪০ তম বার্ষিক ওরশ আজ ২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রয়েছে বৃহস্পতিবার মাজারে গিলাপ পরিধান, মিলাদ-কিয়াম, শতাধিক আওলিয়া কেরামের নামে ফাতেহা ও কোরান খতম, শুক্রবার ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ৪০নং ওয়ার্ডের প্রতিটি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সমন্বয়ে মাজার জিয়ারত, বিশেষ মোনাজাত ও শনিবার ওরশের প্রধান দিবসে এলাকার প্রত্যেক পাড়ায় পাড়ায় তবারুক বিতরণ ও দোয়া মাহফিল। কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ৪০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও হযরত মোহাম্মদ আলী শাহ (রহ.) ইসলামী কমপ্লেঙের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক কোম্পানি। প্রেস বিজ্ঞপ্তি।॥

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে রানিং কর্মচারী নেতা মোহাম্মদ আলীর স্মরণ সভা ৩১ অক্টোবর
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংকের ৭৫ হাজার কম্বল