আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে স্মরণসভা

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আমিনুর রহমান স্মরণসভা প্রতিষ্ঠানের এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে গত ১২ মার্চ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মো. ইউনুছ খোন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। প্রধান আলোচক ছিলেন, অধ্যাপক মো. আবুল হাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম চৌধুরী, আলী আজম, আবদুল মাবুদ চৌধুরী, অধ্যক্ষ ফয়জুল্লাহ চৌধুরী, ইউছুপ চৌধুরী, ফিরোজ চৌধুরী, এস এম কাইয়ূম, এস এম ইউছুপ, জহিরুল ইসলাম, রেজাউল করিম, আবু কাউছার সবুর, খায়রুন্নবী, আবু আহমেদ প্রমুখ। মরহুমের কর্ম ও জীবন সস্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. আহসান আরিফ চৌধুরী জুয়েল। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট কলেজে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধভেদাভেদ ভুলে মুসলিম দেশগুলোকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে