আলীকদমে ৯০টি বার্মিজ গরু জব্দ

বিজিবির পৃথক অভিযান, বন্ধ হচ্ছে না মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনা

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

আলীকদমের পাহাড়ি সীমান্ত পথে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আসা কোন ভাবেই থামছে না। স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পাচারকারী চক্রের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিনই শত শত গরু আসা অব্যাহত আছে। গতকাল সোমবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি) অভিযান চালিয়ে ৯০ টি গরু জব্দ করছে। যার স্থানীয় বাজার মূল্য ১ কোটি ২২ লক্ষ টাকা। আলীকদমের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৭ বিজিবি অধিনায়ক ও সহকারি পরিচালকের নেতৃত্বে টাস্কফোর্স, আলীকদম উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনগণের সহায়তায় আলীকদম সদর ইউনিয়নের চৌমহনীসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯০টি গরু জব্দ করেন।

৫৭ বিজিবি এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৪ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের গবাদি পশু জব্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসব গরু বিভিন্ন সময় আলীকদমের পাহাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। স্থানীয় সূত্র জানা যায়, সম্প্রতিকালে আলীকদমের পাহাড়ি সীমান্ত পথে মিয়ানমার থেকে বিপুল সংখ্যক গরু অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এসব গরু পাচারে আলীকদমে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সমন্বয়ে গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট। যাদের তত্ত্বাবধানে সংশ্লিষ্টদের ম্যানেজ করে সড়ক পথে প্রতিদিনই এসব গরু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। আলীকদমলামাফাঁসিয়াখালী সড়ক পথে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে পাহাড়ি পথে ফাঁসিয়াখালী ও বাইশারী হয়ে এবং লামার রুপসী পাড়া হয়ে বিভিন্ন সড়ক পথে এসব গরু নির্বিঘ্নে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল ইসলাম বলেন, বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অত্র এলাকায় চোরাচালান দমনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধবহিষ্কৃত সেই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র
পরবর্তী নিবন্ধগোমদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ