বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ ৫৮ মিয়ানমারের নাগরিক এবং দালাল চক্রের ৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউপির বুচির মুখ এলাকা থেকে আটক করা হয় তাদের। এ সময় তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক), একটি প্রাইভেট কার ও একটি বাইকও জব্দ করে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত দালাল চক্রের সদস্যরা হলেন উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দীন (২৭), বাজারপাড়া এলাকার মো. আব্দু রহিমের ছেলে মো. নজুরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২), খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনুমিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকায় অভিযান পরিচালনা বিজিবি। এ সময় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিক ও অনুপ্রবেশে সহায়তাকারী ৫ বাংলাদেশি দালালকে আটক করে বিজিবি। এছাড়া একই সময়ে তাদের ব্যবহৃত গাড়িগুলো জব্দ করা হয়।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন জানান, আটককৃত মিয়ানমার নাগরিকদের পুশবেক করানো ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।