আলীকদমে স্কুলপড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক ৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ১১:০৩ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করতে গেলে গোসল শেষে বাড়ি ফেরার পথে চার যুবক স্কুলছাত্রীকে মুখ চেপে তামাকক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন করে বলে জানা যায়।

অভিযুক্তরা ভিডিও ধারণ করে স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখায় এবং মামলা না করার জন্য চাপ সৃষ্টি করলেও পিতৃহীন এই স্কুলছাত্রী নিজেই আজ বুধবার (১৯ মার্চ) চারজনকে অভিযুক্ত করে আলীকদম থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগের পরে আলীকদম থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ করিম (১৯), মোঃ রাসেল (২১), মো. ইকবাল (২৪) ও আব্দুল মুবিন (২০) কে আটক করে। অভিযুক্তরা উপজেলার আলীকদম ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় অবৈধ ৩টি ব্রিক্সফিল্ডকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ওষুধ কিনতে এসে সব হারালেন বৃদ্ধা