আলীকদমে গভীর রাতে লোকালয়ে হানা দিয়েছে বন্য হাতি। এসময় আক্রমণে দুই কিশোর নিহত হয়েছে। এসময় একজন গুরুতর আহত হয়। শনিবার দিবাগত রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে একদল বন্য হাতি ম্যারাইংতং পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। রাত আনুমানিক ১টার দিকে চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় তাণ্ডবে বাসিন্দা আব্দু ছোবাহানের ছেলে মনছুর আলম (১৮) হাতির পায়ের তলায় পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মনছুর আলমকে উদ্ধার করে লামা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সাথে মৃত মোঃ হোসেনের ছেলে হুমায়ুন কবিরকে (১৭) শূড় দিয়ে ছুঁড়ে মারলে সেও গুরুতর আহত হয়। উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া নেয়ার পথে সে মারা যায়। এছাড়া মোঃ জুবায়ের (১৮) নামের আরেক কিশোর গুরুতর আহত হন।
খবর পেয়ে আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান এবং লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা মিনার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তৈন রেঞ্জ কর্মকর্তা জানান, আমরা সাধ্যমত চেষ্টা করে হাতি গুলোকে আপাতত তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন বলেন, নিহত দুই কিশোরের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, হাতির আবাসস্থলে জনবসতি গড়ে ওঠায় এবং বন উজাড়ের ফলে খাদ্য সঙ্কটে পড়ে বন্য হাতির পাল প্রতিনিয়ত লোকালয়ে হামলা চালিয়ে জান-মালের ব্যাপক ক্ষতিসাধন করছে।