আলীকদমে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদমে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় এবিএম ইট ভাটায় অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ ইকবাল। এসময় আলীকদম থানার এসআই আমিনুল ইসলামসহ পুলিশ এতে সহায়তা করেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইট ভাটা পরিচালনার অপরাধে এবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইট ভাটায় ফসলি জমি ও পাহাড় কেটে মাটি ও জ্বালানি কাঠ ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ ইকবাল। এদিকে গত বৃহস্পতিবার ইউবিএম নামের আরেক ইটভাটার মালিককে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপাহাড় থেকে পড়ে বন্যহাতির মৃত্যু