পটিয়ায় আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলি রজা (রা.) কমিটি পটিয়া শাখার সোনা মিয়া সওদাগরের বাড়ির ব্যবস্থপনায় আগামী ১৪ জানুয়ারি আনোয়ারস্থ ওষখাইন আলী নগর হযরত শাহসুফি আলি রজা কানু শাহের (রা.) পৌষ বিষু ও ওরস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জীবনী আলোচনা, ফাতেহা ও ছেমা মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা সম্পূর্ণ হয়। এতে ছদারত করেন ওষখাইন শাহ আলি রজা রহঃ আলিম মাদরাসার পৃষ্ঠপোষক, ওষখাইন আলি নগর দরবার শরিফের সাজ্জাদানশীন শাহসুফি মোহাম্মদ ইলিয়াছ রজা (মঃজিঃআঃ)। উদ্বোধক ছিলেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া। সেমা মাহফিল পরিচালনা করেন শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া। উদ্বোধক তার বক্তব্যে বলেন, যুগে যুগে আউলিয়া কেরামরা পথ হারা মানুষকে ইলমে ত্বরিকত ইলমে তাসাওফের মাধ্যমে সঠিক পথ দেখান। পরিশেষে মোনাজাত ও তাবরুকাতে মাধ্যমে পরিসামাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।