আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নতুন পরিচালক ব্রুনো লাক্রামপ

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ব্রুনো লাক্রামপ। গত ১ সেপ্টেম্বর চট্টগ্রামে যোগদানের পূর্বে তিনি মায়তে ফ্রেঞ্চ মিনিস্ট্রি অফ কালচার এ বই ও আঞ্চলিক ভাষার কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি মায়তে এর ডিভিশনাল কমিশনারের হেড অফিসে ডেপুটি হিসেবে কর্মরত ছিলেন। আলিয়ঁস ফ্রঁসেজে তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল প্যারিসের মূল অফিসে কর্মরত ছিলেন। এরপর কলম্বিয়ার আলিয়ঁস ফ্রঁসেজ, আলিয়ঁস ফ্রঁসেজ বোগোটাতে সহকারী পরিচালক হিসেবে, কমোরসে আলিয়ঁস ফ্রঁসেজ অব মুতসামুদুর পরিচালক এবং আর্জেন্টিনার মার্টিনেজে পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি তুলনামূলক সাহিত্যে এবং ফরাসী ভাষা শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রী করেছেন। ফরাসী ছাড়াও ইংরেজী, সপ্যানিশ, জার্মান ও পর্তুগীজ ভাষায় তার দক্ষতা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে কৃষিবিজ্ঞান বিষয়ক গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট সেবায় রূপান্তরের কাজ শুরু